Logo

জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৩:০৬

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া তার মনোনয়ন নির্বাচন কমিশনে (ইসি) আপিলের পর বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ বলে রায় দেন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর