Logo

জাতীয়

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জাবি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৭:৩০

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জাবি

সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) আসন দুটির নির্বাচনী কার্যক্রম স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার দুটি আসনের ভোট স্থগিত করা হয়েছে।

নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানাসংক্রান্ত একটি মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন-পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী জানা যায়, সীমানা নির্ধারণসংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ প্রদান করেছেন, তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

শনিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের গত ৫ জানুয়ারির আদেশের আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুই আসনের ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সঠিক নয় বলে দাবি করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, নির্বাচন কমিশন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি— এমন দাবি করে তিনি সংশ্লিষ্ট সংবাদ প্রচার বন্ধ রাখার অনুরোধ জানান।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর