সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৬:০০
ব্রেন্ট ক্রিস্টেনসেন। ফাইল ছবি (সংগৃহীত)
বাংলাদেশে ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জানা গেছে, ক্রিস্টেনসেন চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন। আগামী দুই দিনে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রচর অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে বৈঠক করে পেশাদার প্রস্তুতি নেবেন। এরপর আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।
ঢাকায় আসার আগে নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরে এসে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে আমি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে উচ্ছ্বসিত।’
ক্রিস্টেনসেনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হওয়ার আশা করা হচ্ছে।
এমএইচএস

