Logo

জাতীয়

৩ দিনে ভোটে ফিরলেন দেড়শ প্রার্থী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ২০:৩৪

৩ দিনে ভোটে ফিরলেন দেড়শ প্রার্থী

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের শুনানিতে তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী আবারও ভোটের মাঠে ফিরেছেন। সোমবার আপিল শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেলেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সোমবার ৬৯টি আপিল শুনানির মধ্যে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ২৪টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং চারটি আপিলের সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।

এর আগে প্রথম দিন শনিবার ৫১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান, একজনের বৈধ মনোনয়ন বাতিল হয় এবং ১৫ জনের আবেদন নামঞ্জুর করা হয়। দ্বিতীয় দিন রোববার ৫৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং সাতটি আবেদন নামঞ্জুর করা হয়।

সোমবার শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ঋণখেলাপির বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কেবল অফিসিয়াল নথি গ্রহণযোগ্য হবে। কোনো ই-মেইল বা অনানুষ্ঠানিক কাগজ গ্রহণ করা হবে না।

স্বতন্ত্র ও তরুণ প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, এক শতাংশ ভোটার সমর্থনের ক্ষেত্রে যতটুকু সম্ভব নমনীয় হওয়ার চেষ্টা করছে কমিশন। তরুণ প্রার্থীদের নির্বাচনী মাঠে স্বাগত জানায় ইসি।

সোমবার যাদের মনোনয়ন বৈধ হয়েছে
বগুড়া-২ গণঅধিকার পরিষদ সেলিম সরকার, ময়মনসিংহ-৪ সুপ্রিম পার্টি লিয়াকত আলী, গাজীপুর-৩ স্বতন্ত্র ইজাদুর রহমান চৌধুরী, খাগড়াছড়ি গণঅধিকার পরিষদ দীনময় রোয়াজা ও স্বতন্ত্র সোনা রতন চাকমা, ঢাকা-১২ জনতার দল ফরিদ আহমেদ, গাজীপুর-২ গণফ্রন্ট আতিকুল ইসলাম, গাজীপুর-১ গণফ্রন্ট আতিকুল ইসলাম, ঢাকা-১৪ স্বতন্ত্র সৈয়দ আবু বকর সিদ্দিক, মৌলভীবাজার-২ স্বতন্ত্র এম. জিমিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম-১৬ গণঅধিকার পরিষদ আরিফুল হক, খুলনা-১ গণঅধিকার পরিষদ জি এম রোকনুজ্জামান, চাঁদপুর-১ গণফোরাম আজাদ হোসেন, নারায়ণগঞ্জ-৩ স্বতন্ত্র আতাউর রহমান আতা, কিশোরগঞ্জ-৫ স্বতন্ত্র এ এইচ এম কাইয়ুম, টাঙ্গাইল-৬ জাতীয় পার্টি মামুনুর রহিম, নারায়ণগঞ্জ-৫ স্বতন্ত্র মাকসুদ হোসেন, নাটোর-১ গণসংহতি আন্দোলন সেন্টু আলী, কুমিল্লা-৯ বাংলাদেশ খেলাফত মজলিস মাহবুবুর রহমান, রংপুর-৫ এবি পার্টি আবদুল বাছেত, লক্ষ্মীপুর-২ এবি পার্টি কেফায়েত হোসেন, চট্টগ্রাম-৭ এবি পার্টি আবদুর রহমান, মেহেরপুর-১ এনসিপি সোহেল রানা, ঢাকা-১৬ বাংলাদেশ খেলাফত মজলিস আহসানউল্লাহ, জামালপুর-১ জাতীয় পার্টি এ কে এম ফজলুল হক, গাইবান্ধা-৩ স্বতন্ত্র এস এম খাদেমুল ইসলাম, ময়মনসিংহ-৭ খেলাফত মজলিস নজরুল ইসলাম, ফেনী-৩ ইনসানিয়াত বিপ্লব হাসান আহমদ, রংপুর-৩ বাসদ আনোয়ার হোসেন বাবলু, সুনামগঞ্জ-১ নেজামে ইসলাম পার্টি মুজ্জামিল হক তালুকদার, রাজবাড়ী-২ বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ কুতুব উদ্দিন, চট্টগ্রাম-৯ নাগরিক ঐক্য নুরুল আবছার মজুমদার, নারায়ণগঞ্জ-১ স্বতন্ত্র মোহাম্মদ দুলাল, কিশোরগঞ্জ-২ গণঅধিকার পরিষদ শফিকুল ইসলাম, বরগুনা-২ স্বতন্ত্র রাশেদ উদ জামান, মানিকগঞ্জ-৩ এবি পার্টি রফিকুল ইসলাম, ফরিদপুর-১ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মৃন্ময় কান্তি দাস, ঢাকা-১৬ মুক্তিজোট আবদুল কাদের জিলানী, সাতক্ষীরা-৪ জাতীয় পার্টি আবদুর রশীদ, গোপালগঞ্জ-১ স্বতন্ত্র আশরাফুল আলম ও ময়মনসিংহ-৪ ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলাম।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে
সুনামগঞ্জ-৫ জাতীয় পার্টি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-১ স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম, যশোর-১ স্বতন্ত্র শাহজাহান আলী গোলদার, রাজবাড়ী-২ স্বতন্ত্র সোহেল মোল্লা, ঝিনাইদহ-১ ইসলামী আন্দোলন বাংলাদেশ আলম বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া-১ স্বতন্ত্র হাবিবুর রহমান, যশোর-২ স্বতন্ত্র মেহেদী হাসান, মেহেরপুর-১ স্বতন্ত্র মাহবুব রহমান, কুমিল্লা-১ স্বতন্ত্র ওমর ফারুক, ঢাকা-১১ স্বতন্ত্র কহিনুর আক্তার বিথী, গোপালগঞ্জ-১ স্বতন্ত্র আশরাফুল আলম, ভোলা-৪ স্বতন্ত্র মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা-১ স্বতন্ত্র রফিজুল ইসলাম, ভোলা-৩ স্বতন্ত্র রহমান উল্লাহ, ঢাকা-৮ নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ মোহাম্মদ সিদ্দিক হোসাইন, চট্টগ্রাম-৩ স্বতন্ত্র মোয়াহেদুল মাওলা, নাটোর-২ ন্যাশনাল পিপলস পার্টি জি এ এ মুবিন, চাঁদপুর-২ স্বতন্ত্র তানবীর হুদা, ফেনী-২ স্বতন্ত্র মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম-৯ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. এ কে এম ফজলুল হক, মানিকগঞ্জ-২ জাতীয় পার্টি এস এস আবদুল মান্নান, ঢাকা-১৮ গণঅধিকার পরিষদ এম এম আহসান হাবিব, চট্টগ্রাম-১১ গণঅধিকার পরিষদ মোহাম্মদ নেজাম উদ্দিন ও মাদারীপুর-১ স্বতন্ত্র ইমরান হাসান।

যাদের আপিলের সিদ্ধান্ত অপেক্ষমাণ
টাঙ্গাইল-৫ গণসংহতি আন্দোলন ফাতেমা আক্তার, শেরপুর-২ বিএনপি মোহাম্মদ ফাহিম চৌধুরী, ঢাকা-১৭ লেবার পার্টি মোহাম্মদ রাশেদুল হক ও চট্টগ্রাম-৫ স্বতন্ত্র মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।

এ ছাড়া নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকায় পাবনা-২ গণফোরাম শেখ নাসির উদ্দিনের আপিল শুনানি করা হয়নি।

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল চেয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবর রহমান ইকবালের করা আবেদন নামঞ্জুর করেছে কমিশন। ফলে এহসানুল হুদার মনোনয়ন বহাল থাকছে।

চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তাঁর আপিল আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত-সমর্থিত প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার আপিল শুনানিতেও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেই সিদ্ধান্ত বহাল রাখে ইসি।

শুনানি শেষে এ কে এম ফজলুল হক বলেন, তাঁর প্রতি বৈষম্য করা হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির অনেক প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র না দিয়েও বৈধতা পেয়েছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যাওয়ার কথা জানান।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর