Logo

জাতীয়

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ২১:১৫

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব বা বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আগে দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখতে হবে। এসব নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর