Logo

জাতীয়

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচিতে পুলিশি বাধা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৩

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচিতে পুলিশি বাধা

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে করা ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা ‘জুলাই ঐক্য’ এই কর্মসূচি পালন করে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে সংগঠনটি একটি মিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা শুরু করলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা।

এ সময় তারা জাতীয় পার্টির নির্বাচন বাতিলে দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এরপর দুপুর দেড়টার দিকে ‘জুলাই ঐক্য’র একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করে। জুলাই ঐক্যের অন্য সদস্যরা ইসলামিক ফাউন্ডেশনের সামনেই অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশন অভিমুখে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি। এছাড়া আগামীকাল বুধবার বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

এদিকে কর্মসূচি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) সামনে আনসার, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। তারা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

এসআইবি/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর