Logo

জাতীয়

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:০২

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হবে। ছবি : সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এসএসসি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। ২১ এপ্রিল বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা ২০ মে পর্যন্ত চলবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, মাদ্রাসার দাখিল ও কারিগরি শিক্ষা (ভোকেশনাল) স্তরের এসএসসি পরীক্ষাও একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এসএসসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর