হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার হয়েছে : পররাষ্ট্র
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫১
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে গত ১৫ বছরে বিপুল পরিমাণ অর্থ পাচার ও লুটপাট হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভবিষ্যতের পেশাজীবীদের সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তি অপরিহার্য।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন প্রজন্মের পেশাজীবীরা নৈতিক দৃষ্টিকোণ থেকে কাজ করলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে। এ সময় তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বৈশ্বিক অস্থিরতার মোকাবেলায় একত্রে কাজ করার আহ্বান জানান।
কনফারেন্সের প্রতিপাদ্য ছিল ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং : এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’।
এমএইচএস

