বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:১৮
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত হচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২১ জানুয়ারির পর যেসব বাংলাদেশি নাগরিক বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
তবে এই তারিখের আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে নতুন এই শর্ত প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। কনসুলার কর্মকর্তা সাক্ষাৎকারে আবেদনকারীকে যোগ্য বিবেচনা করলে তবেই ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করবেন। কর্মকর্তার সরাসরি নির্দেশনা ছাড়া কেউ বন্ড জমা দিতে পারবেন না।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, সাক্ষাৎকারের আগে আগাম অর্থ পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং সে অর্থ ফেরতযোগ্যও নয়। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অননুমোদিত মাধ্যম ব্যবহার করে অর্থ পরিশোধ প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নির্দেশনা পাওয়া গেলে আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই বন্ড জমা দিতে হবে। তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইটে পরিশোধ করা অর্থের দায় যুক্তরাষ্ট্র সরকার নেবে না।
দূতাবাস আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অথবা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভ্রমণ না করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান, সময়মতো দেশত্যাগ না করা বা ভিসার শর্ত ভঙ্গ করলে বন্ডের অর্থ বাজেয়াপ্ত হতে পারে।
এর আগে মার্কিন প্রশাসন বাংলাদেশসহ মোট ৩৮ দেশের নাগরিকের জন্য বি১/বি২ ভিসা পেতে ভিসা বন্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। নতুন এই বিধান সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এমএইচএস

