Logo

জাতীয়

প্রধান উপদেষ্টার দপ্তর

সংখ্যালঘুদের ওপর ৬৪৫ হামলার ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

সংখ্যালঘুদের ওপর ৬৪৫ হামলার ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশে ২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলার ঘটনা নিয়ে পুলিশের পর্যালোচনা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৬৪৫টি ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে এই ঘটনার মধ্যে মাত্র ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে, বাকি ৫৭৪টি ঘটনা সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা রয়েছে। এ ধরনের ঘটনার মধ্যে মন্দির ভাঙচুর ৩৮টি, মন্দিরে চুরি ১টি, হত্যাকাণ্ড ১টি, মন্দিরে অগ্নিসংযোগ ৮টি এবং অন্যান্য ২৩টি ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। এসব ঘটনার মধ্যে পুলিশের ব্যবস্থা হিসেবে ৫০টি মামলায় মামলা দায়ের করা হয়েছে, ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২১টি ক্ষেত্রে অন্যান্য পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অপরদিকে, সাম্প্রদায়িক উপাদান ছাড়া ৫৭৪টি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ছিল অস্বাভাবিক মৃত্যু ১৭২টি, চুরি ১০৬টি, ধর্ষণ ৫৮টি, প্রতিবেশী বিরোধ ৫১টি, পূর্বশত্রুতা ২৬টি, জমি সংক্রান্ত বিরোধ ২৩টি এবং অন্যান্য ১৩৮টি ঘটনা। এই সব ঘটনায় পুলিশ ৩৯০টি মামলা দায়ের করেছে, ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে এবং ৩০টি ক্ষেত্রে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ ঘটনার পেছনে ধর্মীয় বা সাম্প্রদায়িক মনোভাব না থেকে সাধারণ অপরাধমূলক ও সামাজিক কারণ প্রভাবিত করেছে। এসব কারণে সঠিক তথ্যভিত্তিক বিশ্লেষণ অপরিহার্য। পুলিশের তৎপরতার মাধ্যমে অনেক ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু ঘটনায় তদন্ত এখনও চলমান রয়েছে।

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রতিটি ঘটনা উদ্বেগজনক, তবে তথ্য-উপাত্তের ভিত্তিতে দেখা যাচ্ছে অধিকাংশ ঘটনার পেছনে সাম্প্রদায়িক সহিংসতা নেই। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর