Logo

জাতীয়

শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত : এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২১:৪১

শোকজ করলে সবার আগে তারেক রহমানকে করা উচিত : এনসিপি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া/ ফাইল ছবি

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শাতে হলে সবার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শোকজ করা উচিত বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, তাদের দুই নেতাকে দেওয়া শোকজ অতি দ্রুত প্রত্যাহার করতে হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিফ্রিংয়ে এসে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন।

এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও কঠোর সমালোচনা করে নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

বিএনপি চেয়ারম্যানকে কেন কারণ দর্শানোর নোটিস দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “তারেক রহমান যখন বাংলাদেশ দেশে এসেছেন। সারা ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ওনার নির্বাচনি এলাকা গুলশান পোস্টারে ভরে গেছে। অথচ আমাদের গণভোটের প্রচারে ছবি ব্যবহার করায় আমাদের শোকজ দেওয়া হল।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারীকে রোববার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে নোটিস দেন রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার শুরু সময় আসার আগেই গণভোটে ‘হ্যা’ এর পক্ষে প্রচারে নামায় তাদের শোকজ করা হয়। সোমবার দুপুরে তারা এর জবাব দিয়েছেন।

এদিন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে এনসিপি। পরে বাংলা মোটরে দলের কার্যালয়ে এ বিষয় ব্রিফিংয়ে আসেন তারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির তরফে এসব বিষয় তুলে ধরার কথাও বলেন তারা।

দলের আহ্বায়ক নাহিদের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি তারেক রহমান নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর