ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
২৯৮ আসনে লড়ছেন ১,৯৬৭ প্রার্থী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। ফলে ২৯৮টি আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৯৬৭ জন প্রার্থী। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তারা কঠোর অবস্থানে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে প্রায় অর্ধশত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। অধিকাংশ প্রার্থী দলীয় হলেও শতাধিক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
মনোনয়ন থেকে চূড়ান্ত তালিকা
গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৫৮ জন।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৩৯ জন আপিল করেন। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলা আপিল শুনানিতে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান। ফলে সোমবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৮৯ জন।
এর মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগে বৈধ ঘোষিত ১১ জন প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পর এ দুই আসনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়ে।
সব মিলিয়ে মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ালে ২৯৮ আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৬৭ জন।
এসআইবি/এমএইচএস

