নির্বাচনে কোন দেশ থেকে কতজন পর্যবেক্ষক আসছে, জেনে নিন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৫:১৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জন নির্বাচন পর্যবেক্ষককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশীয় পর্যবেক্ষক সংস্থার পাশাপাশি এসব বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।
ইসি সূত্র জানায়, কিছু পর্যবেক্ষক নির্বাচন কমিশনের আমন্ত্রণে এবং কিছু পর্যবেক্ষক স্বপ্রণোদিতভাবে বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তারা ভোটগ্রহণের আগের প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে যেসব দেশ থেকে প্রতিনিধি আসছেন, সেগুলো হলো-
অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্দান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, উজবেকিস্তান, তুরস্ক, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।
এছাড়া যেসব আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছে, সেগুলো হলো- SAARC, Commonwealth, OIC, ANFREL, A-WEB, IRI এবং NDI।
নির্বাচন কমিশন বলছে, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তর্জাতিক আস্থার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে।
ইসি জানিয়েছে, পর্যবেক্ষকরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে কাজ করবেন এবং তাদের পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের জন্য ভবিষ্যৎ সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধনের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতি নিয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিদেশি পর্যবেক্ষক দল ও প্রতিনিধিরা।
এসআইবি/এমবি

