Logo

জাতীয়

বিএনপিকে ইসি

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটগ্রহণে নিয়োগ দেওয়া হবে না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটগ্রহণে নিয়োগ দেওয়া হবে না

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে ইসলামী ব্যাংকসহ সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের কর্মীদের এ দায়িত্ব থেকে দূরে রাখতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানকে পাঠানো এক চিঠিতে ইসি এই তথ্য নিশ্চিত করেছে। গত ১৭ জানুয়ারি বিএনপি এ বিষয়ে আপত্তি জানিয়ে ইসিতে চিঠি দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই জবাব দেওয়া হলো।

বিএনপিকে পাঠানো চিঠিতে ইসি জানিয়েছে, গত ১০ ডিসেম্বরই নির্বাচন কমিশন সচিবালয় একটি নির্দেশনা জারি করেছিল। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগে প্রস্তুত করা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়। দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসি আরও জানিয়েছে, কোনো এলাকায় যদি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না যায়, তবেই কেবল কঠোর যাচাই-বাছাই সাপেক্ষে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হতে পারে। তবে অগ্রাধিকার ভিত্তিতে তাদের বাদ রাখার সিদ্ধান্তই বহাল থাকছে।

চিঠিতে আরও বলা হয়েছে, শুধু ব্যাংক কর্মকর্তা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বা দলীয় পরিচয়ধারী ব্যক্তিদেরও ভোটগ্রহণ কর্মকর্তার তালিকায় না রাখার জন্য রিটার্নিং কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবারই সব রিটার্নিং কর্মকর্তাকে এই নতুন প্যানেল চূড়ান্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে কমিশন।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর