Logo

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর : আলী রীয়াজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:২২

জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর : আলী রীয়াজ

‘জুলাই জাতীয় সনদ’ কেবল একটি আনুষ্ঠানিক দলিল নয়, বরং এটি বাংলাদেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি ঐতিহাসিক চুক্তি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ত্রিশটি রাজনৈতিক দলের দীর্ঘ নয় মাসের আলোচনার ফসল এই এজেন্ডাগুলো বাস্তবায়নের দায়িত্ব এখন দলগুলোর ওপরই বর্তায়।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা প্রতিরোধ : মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’ (বিইআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্পষ্ট রায় দিয়েছে— বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং ফ্যাসিবাদ বা জমিদারতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এই সনদ কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, বরং এটি অগণিত শহীদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকার।’

নির্বাচন ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, ‘যদি আমরা একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়তে চাই, তবে নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে সেই গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সবাইকে স্বাধীনভাবে ভোতাধিকার প্রয়োগ করতে হবে এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দিতে হবে।’

অনুষ্ঠানে ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে আলী রীয়াজ বলেন, ‘দেশের মানুষ জীবনের বিনিময়ে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে মুক্তি পেয়েছে। এখন আমরা গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছি। এই রাষ্ট্রে প্রত্যেকের মালিকানা নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধভাবে একটি সাম্য ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ডিসটিংগুইশড ফেলো সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সার্ভে প্রতিবেদন উপস্থাপন করেন চৌধুরী সামিউল হক।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আলী রীয়াজ জুলাই সনদ সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর