Logo

জাতীয়

২৬ কোটি ব্যালট ছাপাতে ইসির ব্যয় ৪০ কোটি টাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫

২৬ কোটি ব্যালট ছাপাতে ইসির ব্যয় ৪০ কোটি টাকা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৬ কোটি ব্যালট পেপার ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিশাল কর্মযজ্ঞে ইসির ব্যয় হচ্ছে প্রায় ৪০ কোটি টাকা।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের বাজেট শাখা সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাজেট শাখা থেকে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর সব প্রস্তুতি আগেই সম্পন্ন ছিল। তবে পরবর্তীতে সংসদ নির্বাচনের সঙ্গে 'জুলাই চার্টার' গণভোট যুক্ত হওয়ায় এখন উভয় ক্ষেত্রে মোট ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এতে সামগ্রিক ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। তবে অতিরিক্ত এই ব্যালট ছাপানোর জন্য ইসিকে নতুন করে কোনো কাগজ কিনতে হয়নি।

ইসির বাজেট শাখা আরও জানায়, সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের (ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যতীত) জন্য আগে সংগৃহীত মজুদকৃত কাগজই আপাতত গণভোটের ব্যালট হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী নতুন করে কাগজ কেনা হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর