Logo

জাতীয়

নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিতে ড. ইউনূসকে অ্যামনেস্টি মহাসচিবের খোলাচিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯

নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিতে ড. ইউনূসকে অ্যামনেস্টি মহাসচিবের খোলাচিঠি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

বুধবার (২৮ জানুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক খোলাচিঠিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি এই তাগিদ দেন অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। 

চিঠিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নাগরিকদের রাজনৈতিক অধিকার সুরক্ষার মাধ্যমে সরকারের প্রতি জনআস্থা ফেরানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের চিঠিতে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার এবং মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংকুচিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার পুনরুদ্ধারের যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, আগামী কয়েক সপ্তাহ হবে সেই প্রতিশ্রুতি পালনের এক ‘নির্ণায়ক পরীক্ষা’। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকেরা যাতে নির্ভয়ে অংশগ্রহণ করতে পারেন, সেটি নিশ্চিত করাকে বর্তমান সরকারের জন্য ‘প্রকৃত নেতৃত্বের পরিচয়’ হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

চিঠিতে ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে বলা হয়, সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও সমালোচকদের দমনে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) অপব্যবহার লক্ষ্য করা গেছে। সুনির্দিষ্ট উদাহরণ হিসেবে ২০২৫ সালের আগস্টে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং গত ডিসেম্বরে আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয়। অ্যামনেস্টির মতে, এই ধরনের স্বেচ্ছাচারী গ্রেপ্তার সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে গত ১৮ ডিসেম্বরের সহিংসতার প্রসঙ্গটি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। ওই রাতে শরিফ ওসমান হাদি নিহতের পর উদ্ভূত পরিস্থিতিতে ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ‘নিউ এজ’ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় প্রশাসনের অপর্যাপ্ত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি একই দিন ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনাটিকে আইনের শাসনের পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষায় একটি নির্দিষ্ট ‘মানবাধিকার সনদ’ প্রকাশ করে অ্যামনেস্টি জানিয়েছে, নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু করতে হলে মানবাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই সনদে আটটি মূল ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর নীতি প্রয়োগের জন্য প্রধান উপদেষ্টার প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. ইউনূস প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর