৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ প্রার্থীরা পোস্টাল ব্যালটে অংশগ্রহণ করতে পারবেন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০০:৫৩
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর প্রার্থিতা এখন আদালতে ঝুলে আছে, তাদের মধ্যে যাদের ৪ ফেব্রুয়ারির মধ্যে বৈধ ঘোষণা করা হবে, তারাই পোস্টাল ব্যালটে জায়গা পাবেন। এরপর প্রার্থিতা ফিরে পেলেও তারা পোস্টাল ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সচিব বলেন, “৪ তারিখের আগ পর্যন্ত আমরা পোস্টাল ব্যালটে তাদের অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করব। কিন্তু ৪ তারিখের পর যদি কারও প্রার্থিতা পুনর্বহাল হয়, তাদের ক্ষেত্রে পোস্টাল ব্যালট প্রযোজ্য হবে না। কারণ ব্যালট ছাপিয়ে পাঠিয়ে, রিটার্নিং অফিসারের কাছে ফেরত পাওয়ার জন্য ন্যূনতম সময় থাকবে না।”
তিনি আরও জানান, প্রার্থীরা নির্দিষ্ট আয়তনের সাদা-কালো ব্যানার ব্যবহার করবেন। রঙিন ব্যানার করার সুযোগ নেই। এটি আচরণবিধির ব্যতিক্রম এবং রিটার্নিং অফিসাররা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এএস/

