দেশে ধারাবাহিক ভূমিকম্প : আতঙ্ক নয়, যা জানা দরকার
সামী হোসেন চিশতী
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২০:৪৬
সামী হোসেন চিশতী। গ্রাফিক্স : বাংলাদেশের খবর
নরসিংদী ও ঢাকাসহ সারাদেশে গত শুক্রবার (২১ নভেম্বর) থেকে একাধিক ভূকম্পন হয়েছে। এরমধ্যে শুক্রবার সকালের ভূমিকম্পনটি ছিল ৫.৭ মাত্রার এবং মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে। তাই দোলন বেশি অনুভূত হয়েছে। এরপর আরও কয়েকটি কম্পন হয়েছে, যেগুলোর মাত্রা ৩.৬ থেকে ৪.৩ এর মধ্যে।
নরসিংদী–ঢাকা ফল্ট ও ঝুঁকি
ঢাকা–নরসিংদী ফল্ট একটি ছোট ও স্থানীয় ফল্ট। এটি কোনো বড় টেকটনিক ফল্ট নয়। ইতিহাসে এখানে সাধারণত ৫ থেকে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর চেয়ে বড় কম্পনের উদাহরণ নেই। কারণ ফল্টটি ছোট, অগভীর এবং শক্তি সঞ্চয়ের ক্ষমতা সীমিত। তাই ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা বাস্তবে নেই। এটি অযথা ভয় ছড়ানো।
তবে এর মানে এই নয় যে, আমরা সম্পূর্ণ নিরাপদ। দেশের অন্য বড় ফল্টে ৭–৮ মাত্রার কম্পন হলে ঢাকায় দুর্বল ভবনের ক্ষতি ও প্রাণহানি হতে পারে। কিন্তু এই লেখায় আমরা শুধু বর্তমানে সক্রিয় নরসিংদী–ঢাকা ফল্ট নিয়েই আলোচনা রাখছি।
আফটারশক ও গভীরতার গুরুত্ব
পরবর্তী কম্পনের গভীরতা জানা খুব প্রয়োজন। অগভীর কম্পন, অর্থাৎ ১০ কিলোমিটার বা তার কম গভীরতার ভূকম্পন, বেশি দোলন তৈরি করে। প্রতিটি কম্পনের গভীরতা জানানো হলে ঝুঁকি বোঝা আরও সহজ হতো। গভীরতা যত কম, দোলন তত বেশি। গভীরতা বেশি হলে দোলন কমে যায়।
আগামী ৪৮ ঘণ্টায় সতর্কতার বিষয়
আগামী ৪৮ ঘণ্টা আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষভাবে খেয়াল রাখতে হবে—
- নতুন কোনো কম্পন যদি ৪ মাত্রার বেশি হয়,
- একই এলাকায় কম্পনের সংখ্যা দ্রুত বাড়ে,
- দোলন অনেক জায়গায় অনুভূত হয়,
- কিংবা কম্পনগুলোর গভীরতা কম থাকে।
এ ধরনের পরিস্থিতিতে ফল্ট সক্রিয় থাকার ইঙ্গিত পাওয়া যায় এবং আরেকটি বড় কম্পনের সম্ভাবনা বাড়ে। তাই নিরাপদ স্থানে থাকা, প্রয়োজনীয় জরুরি সামগ্রী হাতে রাখা এবং দুর্বল ভবনের দিকে নজর দেওয়া জরুরি।
এই ধারাবাহিক কম্পন আমাদের মনে করিয়ে দিচ্ছে, ভূমিকম্পের ঝুঁকি বাস্তব। তবে ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই— এ নিয়ে আতঙ্কিত হওয়া উচিত নয়। আবার ৫ থেকে ৬.৩ মাত্রার আরেকটি মূল কম্পন হতে পারে, কিন্তু কখন হবে তা বলা যায় না। এ সময় আমাদের শান্ত থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং জরুরি প্রস্তুতি রাখবে হবে।
- লেখক : সামী হোসেন চিশতী, সহকারী অধ্যাপক, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ

