ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জমিয়ত মহাসচিবের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৬:২৮
-681c87388fbab.jpg)
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৮ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানান।
মাওলানা আফেন্দী লেখেন, নিশ্চয়ই মহান আল্লাহ সীমালঙ্ঘনকারীদেকে পছন্দ করেন না। সুতরাং কারো সীমালঙ্ঘনকে সমর্থন কিংবা প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ভারত-পাকিস্তান সংঘাত আরও তীব্র হলে উভয় পক্ষেরই ক্ষতি হবে এবং সেই ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করাও জরুরি।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, তাই যুদ্ধ নয় বরং শান্তির পথেই সমাধান খোঁজা উচিত। ইতোমধ্যে সংঘাতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করে মাওলানা আফেন্দী লেখেন, কাশ্মীরের জনগণ তাদের প্রকৃত মর্যাদা ও অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ পাক—আমরা তাই কামনা করি। সব পক্ষই সংযম অবলম্বন করুক ও শান্তিপূর্ণ সমাধানের পথে আসুক, সেটিই আমরা প্রত্যাশা করি।
জমিয়তের মহাসচিবের এই আহ্বান বর্তমান অঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় একটি সময়োপযোগী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিআর/বিএইচ