Logo

রাজনীতি

রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৮:১২

রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে বিক্ষোভ

আঁধার পেরিয়ে ভোর হলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলছেই। শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। 

এসময় আন্দোলকারীদের ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘খুনি লীগের ঠিকানা; এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে’, ‘ক্ষমতা না জনতা; জনতা জনতা’, ‘ব্যান কর ব্যান কর; আওয়ামী লীগ ব্যান কর’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে; খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী; আজাদী আজাদী’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এনসিপির নেতাকর্মীরা।

একই সময়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন। তারপর সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন ছাত্র-শিবিরের নেতাকর্মীরাও।

  • এসআইবি/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর