Logo

রাজনীতি

দুপুরের মধ্যে আ.লীগ নিষিদ্ধ করতে হবে : শফিকুল মাসুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৫৫

দুপুরের মধ্যে আ.লীগ নিষিদ্ধ করতে হবে : শফিকুল মাসুদ

আজ দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের জেনারেল সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

শুক্রবার (৯ এপ্রিল) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে চলমান বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মেধাবী সেনা অফিসারদের হত্যা করেছিল। ২০১৩ সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে পাঁচ দিনে ২৫০ জনকে হত্যা করেছিল। আওয়ামী লীগ হেফাজতের ওপর গণহত্যা চালিয়েছিল। আওয়ামী লীগের হাতে এদেশের মানুষের রক্ত লেগে আছে।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষের দাবি ছিল সন্ত্রাসী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু পরিতাপের বিষয়, আমরা এখনো আওয়ামী লীগ  নিষিদ্ধের কোনো দৃশ্যমান কার্যক্রম দেখতে পাচ্ছি না।

মাসুদ বলেন, এই বাংলাদেশ যখন আওয়ামী লীগের পতনের দাবি করেছিল, তখন শুধু আওয়ামী লীগের পতন হয়নি; আওয়ামীলীগ গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা এখনো বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, আওয়ামী লীগের লোকজন এখনো দেশ থেকে নিরাপদে পালিয়ে যাচ্ছে। আমরা জানতে চাই কারা আওয়ামী লীগকে এখনো দেশ থেকে পালাতে সহযোগিতা করছে।

ছাত্র-জনতার দাবির সঙ্গে সংহতি জানিয়ে তিনি আরও বলেন, ছাত্র-জনতা আজ যে দাবি তুলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার, আমরা এ দাবির সাথে সংহতি জানাই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ছাত্র-জনতার সাথে আছি।

  • এসআইবি/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর