Logo

রাজনীতি

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগ নেই : হাসনাত

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:৩৪

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগ নেই : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগ নেই। মনে রাখতে হবে, কেয়ামতের পরে তওবা কাজে লাগে না।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি’র জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত পরশু আমাদের ওপর হামলা হয়েছিল। যারা এ হামলার পক্ষে কথা বলছেন, তারা আওয়ামী লীগের ডেডলিস্টে নেই। আওয়ামী লীগ বলছে—তারা ফিরলে, তাদের নিয়ে বাংলাদেশ গড়বে। কিন্তু আওয়ামী লীগের ডেডলিস্টে আছি আমরা।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের ব্যবসাপাতি ছিল। আপনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগের মন্ত্রী কারও কারও মেয়ের জামাই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে। আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সুশীলতা দেখাব না।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগ নেই। মনে রাখতে হবে, কেয়ামতের পরে তওবা কাজে লাগে না। আওয়ামী লীগ যদি ফিরে, তার পরিণতি কী হবে তা আপনারা গোপালগঞ্জে দেখেছেন।

হাসনাত বলেন, যেসব বুদ্ধিজীবী পয়সার জন্য হাসিনার সময় মগজ বিক্রি করেছিল। যারা কলম বিক্রি করেছিল। যারা জিহ্বা দিয়ে এ গণহত্যার পক্ষে কথা বলেছে—তারা হচ্ছে জ্ঞানপাপী। এদের দিয়ে বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা ‘বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ’ গঠন করা শুরু করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

ইমতিয়াজ আহমেদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি হাসনাত আবদুল্লাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর