Logo

রাজনীতি

ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনল জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮

ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনল জামায়াত

বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সকাল থেকে সরিয়ে বিকেলে পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবির ভিত্তিতে জামায়াতে ইসলামী গত ১৫ সেপ্টেম্বর ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল।

কিন্তু ওই দুই দিন সকালে বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে দায়িত্বশীল অবস্থান থেকে কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। বিকালে কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে সারাদেশে সংশ্লিষ্ট শাখাগুলোকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।

জামায়াত আরও জানায়, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে— সে জন্য আন্তরিকভাবে দোয়া করা হচ্ছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর