Logo

রাজনীতি

জিএম কাদেরসহ ১৮ জনকে বিবাদী করে থানায় অভিযোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

জিএম কাদেরসহ ১৮ জনকে বিবাদী করে থানায় অভিযোগ

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ১৮ জনকে বিবাদী করে থানায় অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র-অধিকার পরিষদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি  অভিযোটি দায়ের করেন।

এতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনের নামে অভিযোগ করা হয়েছে। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলাদেশের খবরকে বলেন, ‘হামলার ঘটনা উল্লেখ করে তারা একটি অভিযোগ করেছে। এখন আমরা অভিযোগ তদন্ত করে দেখব। ঘটনা কবে কোথায় ঘটেছিল। এরপর সত্যতা পেলে আমরা মামলা নেব।’ 

এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী।

এ ঘটনায় গুরুতর আহত নুরুল হক নুর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) ছাড়া পান।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর