Logo

রাজনীতি

‘দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতেই হবে'

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১

‘দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতেই হবে'

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তারা মানুষের এই প্রত্যাশা পূরণ করে নাই। বরং দেশকে বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে এবং টাকা পাচার করে বেগম পাড়া নির্মাণ করেছে। একই সাথে দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতেই হবে। কারণ আমরা কোন অবস্থাতেই জুলাইয়ে তৈরি হওয়া সুযোগ নষ্ট করতে দিতে পারি না। যদি আমরা এই সুযোগ নষ্ট করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সবুজবাগ বাসাবো খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলে।

পীর সাহেব বলেন, জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে। আগামী সরকারে আমরা বিশ্বাস রাখতে পারি না, তাই নির্বাচনের আগে এই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, ঢাকা-০৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফি ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ।

উল্লেখ্য, সমাবেশে শাহ ইফতেখার তারিককে ঢাকা-০৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ডিআর/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর