Logo

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে ৮ দলের বিক্ষোভ আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৩

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে ৮ দলের বিক্ষোভ আজ

কোলাজ : বাংলাদেশের খবর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটসহ পাঁচ দফা দাবির পক্ষে আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচিতে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

অন্য সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দলগুলো দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে।

দলগুলোর পক্ষ থেকে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে বিবৃতি জারি করা হয়েছে। এতে জনগণকে গুরুত্বপূর্ণ এই দাবি আদায়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে– জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের সহচর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আজ সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চলবে। পরবর্তী ধাপে, ২৭ অক্টোবর সব জেলা শহরে একই কর্মসূচি গ্রহণ করবে জামায়াত ও সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর