Logo

রাজনীতি

‘খালেদা জিয়ার আপসহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’

নারী সমাবেশে রহমাতুল্লাহ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৯:৩১

‘খালেদা জিয়ার আপসহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’

বরিশালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, দেশ, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তার দৃঢ় অবস্থানের কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বরিশাল নগরীর গির্জা মহল্লা এ.কে স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত বিশাল নারী সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ বলেন, ১৯৮৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী যখন স্বৈরাচার এরশাদের ক্ষমতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, তখন একমাত্র বেগম খালেদা জিয়াই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার আপসহীন অবস্থানের কারণেই সেই অবৈধ সংসদ টেকেনি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা বারবার বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি কখনো আপস করেননি। বরং কারাগার থেকেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণকে অনুপ্রেরণা দিয়েছেন।

নারীদের উদ্দেশে রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের নারী জাগরণের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি নারীদের শিখিয়েছেন কিভাবে সাহসী হতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, নিজের অধিকার আদায় করতে হয়।

তিনি আরও যোগ করেন, আজ রাজনীতি, প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরে যেসব নারী নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেই খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত। তিনি প্রমাণ করেছেন— নারী মানেই দুর্বল নয়, নারীই পারে জাতিকে নেতৃত্ব দিতে।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নারী নেত্রী ও কর্মী অংশ নেন। তারা খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

সমাবেশ শেষে রহমাতুল্লাহ বলেন, খালেদা জিয়ার দৃঢ়তা নারীদের শিখিয়েছে— আপস নয়, আদর্শের পক্ষে অটল থাকাই সত্যিকারের শক্তি। আজ আমরা সেই শক্তি নিয়েই মাঠে নামব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।

সমাবেশস্থল এ.কে স্কুল মাঠে দুপুরের আগেই মহানগর, জেলা ও সদর উপজেলা মহিলা দলের নেত্রীরা ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হন। কয়েক ঘণ্টার মধ্যেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, সদর উপজেলা মহিলা দলের নেত্রী ইসরাত জাহান রিমা, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের জাহানারা পারভীন, জাগুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেতারা বেগম, শায়েস্তাবাদ ইউনিয়নের হোসনে আরা বেগম, চরমোনাই ইউনিয়নের হনুফা বেগম, চন্দ্রমোহন ইউনিয়নের সাহেরা বেগম, চাঁদপুরা ইউনিয়নের নীরু বেগম, চরবাড়িয়া ইউনিয়নের জয়নব বিবী, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কহিনুর বেগম, জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবির, আখি ইসলাম, স্বর্ণা ইসলাম ও নগরীর ২৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী ফরিয়া ইয়াসমিন প্রমুখ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর