প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে : মির্জা ফখরুল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:৩৫
মহানন্দার পাড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে পদ্মা ও তিস্তার পানিবণ্টনসহ ফারাক্কা ইস্যুতে বাংলাদেশকে ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দাদাগিরির সুযোগ থাকবে না।
শনিবার (১৫ নভেম্বর) সকালেই চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রত্যেক দেশ তার স্বার্থ রক্ষা করে, এটা স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পদ্মা-তিস্তার পানিবণ্টন সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জেলা পর্যায়ের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব। জেলা পর্যায়ের এই আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। সহযোগিতা করছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহসম্পাদক মো. আমিনুল ইসলাম।
ফখরুল আরও বলেন, ‘পদ্মার পানি আমরা পাচ্ছি না। ২০২৬ সালে ফারাক্কা চুক্তি শেষ হবে। এরপর কী আসবে, আমরা জানি না। গঙ্গার পানি ফারাক্কায় আটকে দেওয়ার কারণে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক অঞ্চলের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ছোট নদী ও খাল বিল শুকিয়ে গেছে। মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো সমাধানের জন্য আমরা পদ্মা বাঁচাও আন্দোলনের মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি।’
তিনি আরও বলেন, দেশের নদী রক্ষা ও পরিবেশ রক্ষার জন্য নির্বাচিত সরকারের উপস্থিতি অত্যন্ত জরুরি। তিনি দাবি করেন, ‘যেখানে সরকার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করবে, সেখানে নদী ও পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে। তবে নির্বাচিত সরকার ছাড়া এই উদ্যোগের কার্যকারিতা থাকবে না।’
বিএনপি মহাসচিব জানান, দল ক্ষমতায় এলে পদ্মা-তিস্তা, ফারাক্কা চুক্তি ও গ্যাঞ্জেস ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ভারতকে দাদাগিরি বন্ধ করতে চাপ দেওয়া হবে। আমাদের দেশের স্বার্থ সবসময়ই সবার আগে বিবেচনায় রাখতে হবে। সমমর্যাদা ও সমতার ভিত্তিতে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক থাকবে।’
চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের গণসমাবেশসহ পদ্মা বাঁচাও আন্দোলনের মাধ্যমে বিএনপি দেশের নদী ও পানি সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ের দাবি জানাবে।
এমএইচএস

