Logo

রাজনীতি

জামায়াতের মনোনয়ন পেলেন মিজানুর রহমান আজহারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১৯

জামায়াতের মনোনয়ন পেলেন মিজানুর রহমান আজহারী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী, ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বুধবার ড. মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ঘোষণার পর থেকেই আসনটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

জামায়াতের শীর্ষ নেতৃত্ব জানান, আজহারীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এ সিদ্ধান্তে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তাঁর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারত।

আরও পড়ুন : আজহারীর মনোনয়ন ইস্যুতে যা বলল জামায়াত

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর