সাম্প্রদায়িক উন্মাদনা দেশের জন্য অশুভ সংকেত : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে দৈনিক প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে সাম্প্রদায়িক উন্মাদনা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, যা জাতির জন্য কখনোই শুভ বার্তা নয়।’
‘দুর্ভাগ্যজনকভাবে যারা সাম্প্রদায়িকতার চর্চা করেন, তারা বাহবা পান, তালি পান, এমনকি অনেক পাঠকও পেয়ে যান। বিশেষ করে সামাজিক মাধ্যমে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।’
তিনি আরো বলেন, ‘প্রথম থেকে প্রথম আলোর লক্ষ্য ছিল সত্যিকারের প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং বুদ্ধি চর্চায় বিশ্বাসী তরুণ প্রজন্ম গড়ে তোলা। কতটা সফল হয়েছে তা বলা কঠিন, তবে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে প্রথম আলো পুরোপুরি সফল হয়নি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশের ইতিহাস অভ্যুত্থান, প্রতিরোধ এবং অন্যায়কে অগ্রাহ্য করার ইতিহাসে সমৃদ্ধ। এই বোধ গঠনে প্রথম আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
মহাসচিব স্বাধীন মতপ্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আজ খুব কষ্ট লাগে যখন দেখি স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার থাকা সত্ত্বেও প্রথম আলোর অফিস ঘেরাও করা হয়, পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এসব আচরণ বাংলাদেশের আত্মার সঙ্গে মিল নেই।’ তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সুধী সমাবেশ বিকেল চারটায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান। এতে রাজনীতিক, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, নাট্যজন, শিল্পী, সংস্কৃতি-ক্রীড়া সংগঠক, চিকিৎসক, কবি-সাহিত্যিক, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রথম আলো বন্ধুসভার সদস্যরাও অনুষ্ঠানে সহযোগিতা করেন।
আবু সালেহ /এনএ

