খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৩:০০
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় গুলশান চেয়ারপার্সন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও নিজ নিজ উপাসনালয়ে তার আরোগ্য কামনায় প্রার্থনায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বুকে সংক্রমণসহ বিভিন্ন জটিলতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বহুদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ নানা রোগে ভুগছেন তিনি। এ বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে থেকে গত ৬ মে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমএইচএস

