Logo

রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত একমাত্র অফিসিয়াল তথ্য দেবেন ডা. জাহিদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত একমাত্র অফিসিয়াল তথ্য দেবেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত একমাত্র অফিসিয়াল তথ্য প্রদান করবেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। তারা সবাইকে অনুরোধ করেছে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে শুধু ডা. জাহিদ হোসেনের বিবৃতিই অনুসরণ করতে এবং অন্য কোনো সূত্র থেকে তথ্য প্রচার থেকে বিরত থাকতে।

মিডিয়া সেল থেকে বলা হয়েছে, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করুন।

এর আগে সোমবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা নেই।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিউ থেকে আইসিউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট - যাই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।’

খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকেরা যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান আজম খান। তিনি বলেন, ‘সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাদ বাকি আল্লাহ ভরসা।’

গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠতে পারেন। দেশি-বিদেশি চিকিৎসকরা যৌথভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার জন্যও অনুরোধ করেছেন।

এর আগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়ার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে, লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থতার খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর