খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত হবেন না : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, যা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না। সবাই খালেদা জিয়ার আশু আরোগ্যের জন্য দোয়া করুন।’
এদিকে সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। কেউ গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হবেন না। সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন।’
বিএনপির মিডিয়া সেলও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গণমাধ্যমে শুধুমাত্র দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে, অযাচিত বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে।
রুহুল কবীর রিজভী আরও বলেন, ‘খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারাদেশের মানুষেরও নেত্রী। বহু বছরের নিপীড়ন, নির্যাতন ও বন্দিদশা সত্ত্বেও আজও জনগণ তার জন্য দোয়া করছে। গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে কেউ যেন বিভ্রান্ত না হন।’
বিএনপি নেতা শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
এমএইচএস

