Logo

রাজনীতি

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান

ছবি : সংগৃহীত

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে, এদিন সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন তিনি। 

এদিকে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার পৌঁছাতে পারছে না। সব ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) লন্ডনের উদ্দেশে রওনা হবেন।’

১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডা. জোবাইদা রহমান এভারকেয়ার হসপিটাল বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর