Logo

রাজনীতি

খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে জার্মানি থেকে ঢাকায় আসছে একটি এয়ার অ্যাম্বুলেন্স।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে জার্মানি থেকে ঢাকায় আসছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। কাতার সরকারের ব্যবস্থাপনায় শনিবার (৬ নভেম্বর) বিকেলে খালেদা জিয়াকে ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতারের রাজপরিবারের পূর্ববর্তী এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির প্রতিশ্রুতি অনুযায়ী নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। এটি শনিবার বিকেল ৫টায় ঢাকায় অবতরণ করবে।

তিনি আরও বলেন, বর্তমানে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে, সেটিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু জার্মান কোম্পানির তৈরি। কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর