Logo

রাজনীতি

তারেক রহমান

যারা বলে ‘এবার আমাদের দেখুন’, মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫

যারা বলে ‘এবার আমাদের দেখুন’, মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বলে ‘অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন’, তাদেরকে মানুষ ১৯৭১ সালে দেখেছে। কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিজয়ের মাসে দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দেশে দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতিকে সবচেয়ে বড় জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে এর লাগাম যেকোনো মূল্যে টেনে ধরার ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি রোধ করা সম্ভব একমাত্র বিএনপির পক্ষেই। অতীতে দলটি তা করেছে, ভবিষ্যতেও করবে।

তারেক রহমান অভিযোগ করেন, দেশে অরাজকতা বেড়েছে এবং সামনে আরও কঠিন সময় আসছে। তাই নেতৃত্ব দিতে হলে সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সংকট যতই গভীর হোক, দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

স্বৈরাচার ও অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে স্বৈরাচার যেমন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, এখন একটি দল একইভাবে অপপ্রচার করছে। অথচ সেই দলের দুজন নেতা বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন এবং শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন।

বিরোধীদের ধর্মীয় স্লোগানভিত্তিক রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বেহেশত বা দোজখ কারো হাতে নেই। এসব কথা বলা শিরক এবং পরকালের সিদ্ধান্ত একমাত্র আল্লাহর এখতিয়ার।

এ সময় তিনি বিএনপির অতীত শাসনামলের আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি দমন এবং শক্তিশালী বাহিনী গঠনের বিষয়গুলো তুলে ধরেন। দাবি করেন, সেই বাহিনী পরবর্তীতে স্বৈরাচার রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছে এবং আদালতে বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

জাতীয় সরকার গঠন নিয়ে তিনি বলেন, স্বৈরাচার পতনের দিনই বিএনপি স্পষ্ট করেছে— ক্ষমতার উৎস হলো জনগণ। তাই যেকোনো সিদ্ধান্ত জনগণের রায়ের ভিত্তিতেই হবে।

মানুষের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, বিএনপি শুধু সেই প্রতিশ্রুতিই দেয় যা বাস্তবায়নযোগ্য এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয়। নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া চলে না।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর