Logo

রাজনীতি

নির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা ও নির্বাচন চায় জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১০

নির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা ও নির্বাচন চায় জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শীঘ্রই ঘোষণাসহ সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের আলোচনার বিষয় ছিল একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। দেশের ১৮ কোটি মানুষ নতুন গণতান্ত্রিক যাত্রার জন্য অপেক্ষা করছে। নির্বাচন সম্পর্কিত ঘোষিত টাইমলাইন এবং রমজানের আগে নির্বাচন করার বিষয়ে সরকার ও রাজনৈতিক দলসমূহ যে কমিটমেন্ট জানিয়েছিল; সেটি অনুযায়ী তফসিল ঘোষণার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। এ কারণে আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি, তাদের সুস্পষ্ট সিদ্ধান্ত কী এবং কবে নাগাদ তারা তফসিল ঘোষণা করবেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, যাকে আমরা `লেভেল প্লেইং ফিল্ড' বলে থাকি।

প্রশাসনের কিছু বড় কর্মকর্তা ও নির্বাচন-সম্পৃক্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠায় আমরা এসব বিষয় কমিশনের নজরে এনেছি।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চললেও তা যথেষ্ট কার্যকর হচ্ছে না। ৫ই আগস্টের পর সারাদেশের থানাগুলো থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র, সেগুলো কতটুকু উদ্ধার হলো, এবং যারা এসব অস্ত্র ব্যবহার করে নির্বাচনকে বিঘ্নিত করতে পারে। তাই তাদের গ্রেফতারের ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি।

উল্লেখ্য, আজকের বৈঠকে নির্বাচন কমিশনের চার কমিশনার ও জামায়েতর ৬ সদস্য উপস্থিত ছিলেন।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর