এনসিপির প্রার্থী ঘোষণার পর কড়া সতর্কবার্তা নাহিদের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুর্নীতি, সন্ত্রাস কিংবা ফ্যাসিবাদ–সংক্রান্ত অভিযোগ পেলে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এর আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রাথমিকভাবে মনোনীত ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, শাপলাকলির প্রাথমিক তালিকায় যারা জায়গা পেয়েছেন তাদের অভিনন্দন। পাশাপাশি যারা এবার তালিকায় আসেননি বা আসার প্রত্যাশা করেছিলেন, তারা হতাশ না হয়ে অপেক্ষা করতে পারেন। মনোনয়ন বোর্ডের সুপারিশ ও মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জনগণের কাছে তালিকা উন্মুক্ত রাখা হলো যাতে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যাচাই সম্ভব হয়। দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিবাদে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল করা হবে।
তিনি আরও বলেন, আমরা কোনো আসন আগেভাগে কারও জন্য ফাঁকা রাখিনি। বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী, রাজনীতি–সচেতন তরুণসহ নানা পেশার মানুষকে মনোনয়নের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলাম। সে অনুযায়ী দলীয় কর্মীদের পাশাপাশি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশিদেরও মনোনয়নে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নাহিদ ইসলাম জানান, এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকা হবে সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক। নারী-পুরুষ, সংখ্যালঘুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমন্বয় বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক ১২৫ আসনে যেমন রেশিও ধরে রাখা হয়েছে, পুরো ৩০০ আসনের তালিকাতেও সেটি বজায় থাকবে।
তিনি বলেন, ৩০০ আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মনোনয়নের সুযোগ খোলা থাকবে। যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি অথবা ঘোষিত প্রার্থীর চেয়ে উপযুক্ত কাউকে পাওয়া গেলে তাকে বিবেচনায় নেওয়া হবে। আবার কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতাও বাতিল হতে পারে।
এনএ

