Logo

রাজনীতি

কক্সবাজারে ৩টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

Icon

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬

কক্সবাজারে ৩টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

পর্যটন ও রোহিঙ্গা ইস্যুর জন্য আলোচিত কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে এনসিপি প্রার্থী দিয়েছে। দলটি ‘শাপলা কলি’ প্রতীকে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

ঘোষিত প্রার্থীরা :

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) : মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান। বর্তমানে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) : এই আসনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) : এই আসনে এনসিপির কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন লড়বেন।

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে প্রথম ধাপে দলটি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা জানান, দলটি মনোনয়ন ফরম দেশব্যাপী উন্মুক্ত করেছিল, যার মাধ্যমে দেড় হাজারের বেশি লোক ফরম সংগ্রহ করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর