তফসিল ঘোষণায় আমরা সন্তুষ্ট : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে—এ সরকার, রাজনৈতিক দলগুলো ও কমিশন নির্বাচন অনুষ্ঠান করতে চায়। তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এতে আমরা মোটামুটি সন্তুষ্ট।
মির্জা ফখরুল বলেন, মূল ঘটনা হচ্ছে- আজ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারির ১২ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত বড় ও উল্লেখযোগ্য ঘটনা।
তিনি বলেন, এখন চ্যালেঞ্জ হচ্ছে- নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।
মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন দিগন্ত সূচিত হবে।
এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এ দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের দিন।
ডিআর/এমবি

