Logo

রাজনীতি

হাদিকে দেখতে ঢামেকে জনতার ভিড়, সেনা মোতায়েন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮

হাদিকে দেখতে ঢামেকে জনতার ভিড়, সেনা মোতায়েন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ভিড় করছেন তার সমর্থক, সাধারণ মানুষ ও উৎসুক জনতা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ভিড় করছেন তার সমর্থক, সাধারণ মানুষ ও উৎসুক জনতা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে উৎসুক জনতা ভিড় লক্ষ্য করা যায়। জরুরি বিভাগের মূল ফটকে অবস্থান করে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনী সদস্যরা।

শাহবাগ থেকে ঢামেক হাসপাতালে আসা রিপন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘হাদি ভাইকে ভালো লাগে, তিনি আমার প্রিয় ব্যক্তি। তাকে গুলির ঘটনা শুনে ছুটে এসেছি।’ মাহিনুর ইসলাম যোগ করেন, ‘হাদি ভাইয়ের সঙ্গে দেখা হলে কথা বলতাম। খবর শুনেই ছুটে এসেছি।’

এদিকে, ওসমান হাদিকে হাসপাতালে দেখতে এসে তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মির্জা আব্বাস।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বেলা ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ হওয়ার সময় ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গণমাধ্যমে বর্ণনা দেন।

মো. রাফি বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর