ষড়যন্ত্র থেমে নেই, ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই, দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর যে দুষ্কৃতকারীদের হামলা হয়েছে, গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, ভেবে দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই, দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। তাই যেকোনো মূল্য নির্বাচন হতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধ হই। আমরা যে পরিকল্পনা করেছি, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের বোঝাতে হবে। আমরা আমাদের পরিকল্পনা বোঝাতে পারলে অবশ্যই সাফল্য আসবে।’
ডিআর/এমবি

