Logo

রাজনীতি

স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি : এমরান সালেহ প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯

স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি : এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, তারা নিজেদের পরাজয় মেনে নিতে পারেনি। আজও তারা বাংলাদেশপন্থী হতে পারেনি। স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়। স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি স্বাধীনতা রক্ষা ও লক্ষ্য বাস্তবায়নে পরীক্ষিত ও অঙ্গীকারাবদ্ধ।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে হালুয়াঘাট উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে হালুয়াঘাট শহীদ মিনার ও ধোবাউড়া শহীদ স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত দুটি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতার লক্ষ্য অর্জনে করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে দিল্লি, পিন্ডি, তুরস্ক, মস্কো কিংবা ওয়াশিংটনের প্রেসক্রিপশনে রাজনীতি বা দেশ চলবে না। দেশ চলবে দেশবাসীর কথায়।

তিনি আরও বলেন, স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, তারা একাত্তরকে নয়, শুধুমাত্র চব্বিশকে নিজেদের কলিজার টুকরা মনে করে। তারা ছাব্বিশ দিয়ে একাত্তরকে মুছে দিতে চায়। অথচ একাত্তরই আমাদের রাষ্ট্র সৃষ্টি করেছে। স্বাধীনতাবিরোধীদের মুখে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা মানায় না।

সকাল ১১টা ১৫ মিনিটে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে পৌর শহরের কোর্ট ভবন চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং উপহার দেওয়া হয়।

উমর ফারুক আকাশ/আইএইচ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর