বিজয় দিবসে এনসিপির ‘আগ্রাসন বিরোধী’ পদযাত্রা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘আগ্রাসন বিরোধী’ যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ মিনারে শেষ হবে।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাজধানীর বিভিন্ন থানা থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন।
মিছিলে বেশ কয়েকটি স্লোগান শোনা গেছে, যেমন- ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’ এবং ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’।
মিছিলটি বাংলামোটর মোড়, কাটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে পৌঁছে শেষ হবে।
ডিআর/এমবি

