Logo

রাজনীতি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহ

জামায়াত আমির শফিকুর রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির একটি প্রতিনিধি দল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা-১৫ আসনে এর আগে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা-১৩ ও ঢাকা-১৫— এই দুটি আসনে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।

এসআইবি/এইচকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর