Logo

রাজনীতি

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির সকল কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে দলটি। রোববার (২৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম অদ্য থেকে স্থগিত করা হলো। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্ল্যা সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির মহাসচিব, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি দপ্তর, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক এবং চাঁদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে পাঠানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর