ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির সকল কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে দলটি। রোববার (২৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম অদ্য থেকে স্থগিত করা হলো। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্ল্যা সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির মহাসচিব, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি দপ্তর, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক এবং চাঁদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে পাঠানো হয়েছে।
এআরএস

