দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৩ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনি প্রবেশ করেন।
দেশে ফেরার পর আজকেই তারেক রহমানের প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসা। তার আগমনকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কার্যালয়ে প্রবেশের সময় দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
আইএইচ/

