তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করল ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন(ইসি)।
আজ রোববার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হলো তারেক রহমানের নাম।
এর আগে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান, সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমানও।
নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে গিয়ে ছবি তোলা হয় তাদের। সেইসঙ্গে ১০ আঙ্গুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজও করেন বাবা-মেয়ে।
সেখানে উপস্থিত নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছিলেন, ‘আগামীকাল এটি নির্বাচন কমিশনে পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পর তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।’
এসআইবি/আইএইচ

