Logo

রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩২

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুস সালাম। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। এ সময় তাকে নানা ধরনের অত্যাচার-নিপীড়নের মুখে পড়তে হয়েছে। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।’

আব্দুস সালাম আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন। নির্বাচিত হলে তিনি দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটসহ দেশের বিদ্যমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর